• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

চৌহালীতে ভাঙ্গন কবলিত এলাকায় গৃহহীনদের ঘর প্রদান

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২  

চরাঞ্চলের ভাঙ্গন কবোলিত এলাকার গৃহহীন পরিবারে বন্যা ও নদী ভাঙ্গন সহিঞ্চু বিশেষায়িত ঘর প্রদান করা হয়। ঘরের চাবি হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। এলাকার ঘরহারা, অতিদরিদ্র এবং ছিন্নমূল মানুষের মাঝে পঞ্চান্নটি ঘর প্রদান করা হয়।

আলহাজ সাখাওয়াত হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম প্রদান করা ঘরগুলোর সার্বিক সহযোগিতা করেন। উপজেলার সাত ইউনিয়নে আরো ৭ শত ঘর পর্যায়ক্রমে দেয়া হবে বলে তিনি শুক্রবার শৈলজানা প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোষণা দেন। চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়নের শৈলজানা গ্রামে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব হুমায়ুন খালিদ, নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোঃ মতিন প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মন্ডল। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউরো হাসপাতালের ডাক্তার সেলিম রেজা।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ