• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

সিরাজগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

সিরাজগঞ্জের সলঙ্গা থানার দেওভোগ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মজিবুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে রায়গঞ্জ উপজেলার আকড়া গ্রামের সোহরাব আর্লী ছেলে। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মিঃ জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ