বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোসিয়শনের আত্মপ্রকাশ

শাহজাদপুরে ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোসিয়শনের আত্মপ্রকাশ

‘যার জমি তাকে দেবো, বিরোধ মুক্ত সমাজ গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোনিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরের রংধনু হাইস্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও শাহজাদপুরে উপজেলা ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোনিয়েশনের সভাপতি বাবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংধনু হাইস্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা’র পিএস, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গণি চৌধুরী শুভ্র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ‘মান্ধাতা আমলের পদ্ধতিতে ভূমি নিয়ে সমাজে প্রতিনিয়ত বিরোধ, সংঘাত, সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। এছাড়া ওই পুরানো পদ্ধতিতে ভূমি জরিপের প্রচলন থাকায় একদিকে যেমন সুবিধাভোগী এক শ্রেণির মানুষ নানা ফায়দা লুটছে, অন্যদিকে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। শাহজাদপুরে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের আত্মপ্রকাশ ঘটায় সমাজে বিরাজিত নানা বিরোধ, সংঘাত, সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনা বহুলাংশে হ্রাস পাবে।’

শাহজাদপুরে উপজেলা ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোনিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ আহমেদ ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর