• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

শাহজাদপুরে সাংবাদিককে হত্যার হুমকি : থানায় জিডি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

দৈনিকি সমকালরে সাংবাদকি আব্দুল হাকমি শিমুল হত্যা মামলার প্রত্যক্ষর্দশী সাক্ষী ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিরাজগঞ্জ  শাহজাদপুর উপজলো প্রতনিধি মোঃ জহুরুল ইসলামকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়ছে। সাংবাদকি জহুরুল ইসলাম জানান, একটি অপরচিতি নম্বর(০১৭৮৩৫৯৫৭০২) থেকে তাকে বারবার ফোন করে এ হত্যার হুমকি দেয়া হয়।

প্রাণভয়ে তিনি নিরাপত্তা চেয়ে গত রোববার রাতে শাহজাদপুর থানায় এ জিডি করনে।সাংবাদিক জহুরুলকে হত্যার হুমকির ঘটনায় শাহজাদপুরে র্কমরত সকল সাংবাদিক এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানয়িছেনে। এ ব্যাপারে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু বলনে, দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আমরা বৃহত্তর আন্দোলন র্কমসূচি ঘোষণা করতে বাধ্য হব। তাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনর্চাজ খাজা গোলাম কিবরিয়া বলনে, বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষপে নেয়া হব।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ