
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শনিবার দুপুরে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক মো. আমির হোসেন, রতনকান্দি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন ও রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. এনামুল হক হিরা।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাভৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরীর পূর্বে স্কুলছাত্র আসিফ ছাত্রীদের উত্যক্ত করে। আসিফ রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান। ফলে ক্ষিপ্ত হয়ে আসিফ রড দিয়ে আঘাত করে শিক্ষকের দাঁত ভেঙে দেয়।
আলোকিত সিরাজগঞ্জ