শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উল্লাপাড়ায় শীতকালীন সবজি আবাদে ব্যস্ত কৃষক

উল্লাপাড়ায় শীতকালীন সবজি আবাদে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা শীতকালীন বিভিন্ন সবজির আবাদ শুরু করেছেন। কৃষকেরা জমি তৈরী পরপরই সবজির চারা লাগানো কিংবা বীজ রোপণ করছেন। বেশির ভাগ কৃষক নিজেরাই বিভিন্ন সবজির বীজতলা করেছেন। নিজেদের বীজতলার চারা জমিতে লাগাচ্ছেন। উপজেলা কৃষি অফিস থেকে জানাযায়, এবারের মৌসুমে গোটা উপজেলায় প্রায় ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবজি ফসলের মধ্যে ক’টি হলো, ফুলকপি, বাধাকপি, বেগুন, টমেটো। সবচেয়ে বেশি পরিমাণ প্রায় ৯০ হেক্টর জমিতে ফুলকপি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে প্রায় ৮শ হেক্টর জমিতে বিভিন্ন সবজি ফসলের আবাদ করা হয়েছে। সরেজমিনে সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে অনেক ক’জন কৃষক ফুলকপি, বেগুনের চারা লাগিয়েছেন। আবার অনেকে সবজি আবাদ করবেন বলে জমি তৈরী করছেন। কৃষক আছমত মিয়া ফুলকপি চারা জমিতে লাগিয়েছেন। প্রতিবেদককে তিনি বলেন, নিজের বীজতলার চারা জমিতে লাগিয়েছন। কৃষক মহরম প্রামাণিক, আরিফ হোসেন, আজিম বলেন, মৌসুমের প্রথমদিকেই জমিতে ফুলকপির চারা লাগিয়েছেন। এর পেছনে দিনের সকাল বিকেল পরিচর্যা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার বিভিন্ন এলাকার মাঠে বিভিন্ন সবজি আবাদ হয়। এবারেও মৌসুম শুরুতেই কৃষকেরা বিভিন্ন সবজি আবাদে মাঠে নেমেছেন। তার বিভাগ থেকে মাঠে গিয়ে এর আবাদকারী কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক