বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাড়াশে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা

তাড়াশে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীকে তিন বোখাটে কর্তৃক প্রকাশ্যে যৌন হয়রানি করার ঘটনায় আট দিন পর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে ও নির্যাতিত ছাত্রীর বাবা আব্দুর রাজ্জাক জানান, গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে অটোভ্যান থেকে নামিয়ে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের তিন বোখাটে প্রকাশ্যে যৌন হয়রানি করার চেষ্টা করে।

এ সময় মেয়ে প্রতিবাদ করায় ওই বখাটেরা তাকে বেধরক মারপিট করে। পরে ওই দিনই উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০)এর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। থানায় অভিযোগ করার পর থেকে ওই বখাটেরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রতিনিয়তই ওই বখাটের স্বজনেরা আমাকে অভিযোগ তুলে নিতে হুমকী দিয়ে আসছিল। নির্যাতিত ছাত্রীর বাবা আরও জানান, গত রোববার তারা আমার বাড়ির সামনে চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে আমার পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হতে বাধা দেয়। এ ছাড়া তারা নানা ভাবে আমার পরিবারের সদস্য ও আমার নির্যাতিতা মেয়েকে দেখে নেবার হুমকি দিচ্ছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, সোমবার রাতে যৌন হয়রানির ঘটনায় ওই তিন বখাটের বিরুদ্ধে থানায় মামালা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক