বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় কঠোর লকডাউন,স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনের জরিমানা

উল্লাপাড়ায় কঠোর লকডাউন,স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনের জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ দিনের লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) সড়ক ও মহাসড়কে কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। সকাল থেকে রাস্তায় দু’একটি যানবাহন বের হলেও লোক সমাগম একেবারেই কম ছিল। উপজেলার বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যদের অভিযান ছিল চোখে পড়ার মতো। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়। উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) এর অফিস সুত্রে জানা গেছে, লকডাউনের তৃতীয় দিনে উল্লাপাড়ার সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তায় টহল দেয়। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা এ সময় সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন এবং দিনমজুর, দরিদ্র ও অসহায় মানষের মধ্যে তারা মাস্ক বিতরণ করেন। অবহেলা করে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বিভিন্ন স্থানে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়। তারা হলেন- উপজেলার চরিয়াশিখা মধ্যপাড়া গ্রামের ঝন্টু (৩২), কুচিয়ামারা গ্রামের জাহিদুল (৩৮), বাঙ্গালা গ্রামের তরিকুল (২২)। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উল্লাপাড়ার সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন জানান, করোনা মহামারিতে সরকার ঘোষিত লকডাউন উপজেলার সর্বত্র বাস্তবায়নের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর