বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেলকুচি ছাত্রলীগের নবগঠিত কমিটিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ

বেলকুচি ছাত্রলীগের নবগঠিত কমিটিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলের দিকে দলীয় কার্যালয়ে এক সভায় উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম হোসেন, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এস এম ফারুক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি গাজী লুৎফর রহমান ঘোষন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মজিদ প্রাং, বড়ধুল ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বেলকুচি ডিগ্রি কলেজের সাবেক ভিপি আজগর আলী সহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে দীর্ঘ দিনের নেতৃত্ব শূন্যের ধাক্কা কাটিয়ে অবশেষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়ায় নতুন নেতৃত্বকে বরণ করে নিতে বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখা যায়। দুপুরের দিকে বিশাল মোটর সাইকেল বহর নিয়ে তাদেরকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে বরণ করা হয়। পরে বেলকুচিতে এসে বঙ্গবন্ধু স্কয়ারে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির নেতাদের বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য- মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ সাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে রবিন হাসান রকি ও সাধারন সম্পাদক পদে হাবিব মিল্লাত।

এছাড়া পৌর ছাত্রলীগেরে সভাপতি পদে আকতার হামিদ ও সাধারন সম্পাদক হিসেবে সৌরভ আহম্মেদ উৎস্য’র নাম ঘোষনা করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর