বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চৌহালীর দুর্গম চরে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান

চৌহালীর দুর্গম চরে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরে নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র আজ (রোববার) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চৌহালী সহ সারাদেশে একই সাথে ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। ২০১৯-২০২০অর্থ বছরে ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৮৬ লাখ টাকা ব্যয়ে এ আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস কন্সট্রাকশনের তত্বাবধানে আধুনিক সুবিধা সম্পর্ন্ন তিনতলা এ ভবনটি নির্মান করতে প্রায় ২ বছর সময় লেগেছে।

জানা গেছে, যমুনার ভাঙনে বিধ্বস্ত চৌহালী উপজেলার দুর্গম উমারপুর ইউনিয়ন বন্যার সময় সবচেয়ে বেশি প্লাবিত হয়। পাহাড়ী ঢলের পানির তোড়ে নদী তীরবর্তী এলাকার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। বন্যা কবলিত হয়ে পড়ে আশ-পাশের এলাকা। এতে আশ্রয় ও গৃহহীন হয়ে পড়ে এলাকার লোকজন। গৃহহীন এসব লোকদের আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি ছিল দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আবদুল মমিন মন্ডলের প্রচেষ্টায় একটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মানে ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আগশিমুলিয়া দাখিল মাদ্ররাসা চত্বরে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আবদুল মমিন মন্ডল।

এবিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, আধুনিক ডিজাইনে নির্মীত এ আশ্রয় কেন্দ্রটিতে প্রতিবন্ধীদের বসবাসের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এছাড়া শতাধিক গৃহপালিত পশু নিয়ে প্রায় ৪শ টি পরিবার বন্যায় সময় এখানে আশ্রয় নিতে পারবে। এখানে সোলার সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর