বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

`দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে`

`দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে`

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি, মাদক আর সাথে যুক্ত হয়েছে সন্ত্রাস আর জঙ্গিবাদ।

আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে শাহীন শিক্ষা স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছ। আর যাদের ওপর এই দায়িত্ব সেই তরুণ সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে। আর যারা মাদক সেবন করে তাদের ঘৃণা না করে মাদক সেবন থেকে ফিরিয়ে এনে যারা মাদক বিক্রয় করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সচেতন সকল স্তরের জনগণকে এক হয়ে মাদকসেবী তরুণদের ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, ইসলাম শাান্তির ধর্ম। এই ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আইএসএর সাথে যুক্ত হয় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না। ইসলাম ধর্ম শান্তি ধর্ম। সেই ধর্মের দোহাই দিয়ে মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত সহ বহু মানুষ হত্যা করা হয়েছে। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এই সেই দেশ। মানুষ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে। একে অপরের ধর্মকে সম্মান করবে।

এমপি ডাঃ মুন্না আরো বলেন, আমি নিজে দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না।  আমাদেরকেও আজ দুর্নীতি, মাদক বিক্রেতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই জিহাদ ঘোষণা করতে হবে। কারন তা না হলে বিশেষ গোষ্ঠির ইন্ধনে আগামী তরুন প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব বের হবেনা। এজন্য পরিবারকে সজাগ থাকতে হবে।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন  শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামীম আরা, হৈমবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক আব্দুল করিম, পরিচালক নুর ইসলাম প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই