বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে বোরো ধান চাষে কোমরবেঁধে মাঠে নেমেছেন চাষিরা

সিরাজগঞ্জে বোরো ধান চাষে কোমরবেঁধে মাঠে নেমেছেন চাষিরা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চারা সংগ্রহ, হালচাষ,মই,সেচ, রোপণ কাজে মাঠে থাকছেন চাষীরা। কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশী ধানের চেয়ে প্রাধান্য দিচ্ছেন হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানকে। বিগত বোরো ও আমন মৌসুমে ধানের বাম্পার ফলন ঘরে তোলায় এবার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে বোরো আবাদে মাঠে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা।  রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৯ হাজার ৪'শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ হাজার হেক্টর বোরো ধান চাষে চারা রোপন সম্পন্ন হয়েছে।

অত্র উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের চাষী আব্দুল খালেক,আব্দুল মমিন,আকবার আলী,পলান সেখসহ আরও অনেকেই জানান,কৃষকরা চারা রোপণে ব্যস্ত। তবে মাত্রাতিরিক্ত ইটভাটা থাকার ফলে যেমনটা কমেছে ফসলি জমির পরিমান ঠিক সেই পরিমাপে শ্রমিক সংকট থাকায় জমি চাষাবাদে বেগ পেতে হচ্ছে। এবারের বোরো মৌসুমে বিদেশি ধান বেশি রোপণ করা হচ্ছে। প্রকৃতির সহায় হলে গত বছরের মতো এ বছর ফসল ভালো হবে বলে জানান তাঁরা। তবে গত বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এখানকার কৃষকরা আবারও বোরো আবাদে মাঠে কোমরবেঁধে নেমেছেন।
উপজেলার বিভিন্ন মৌজায় পানি ও সেচ সমস্যার কথা জানিয়ে অনেকে বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্যোগ গ্রহন করেছে। অন্যান্য সময়ের মতো এবারও এখানকার পানি সমস্যা সমাধানে এগিয়ে আসলে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে অনেকেই দাবী করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মন্ডল জানান,এখানকার কৃষকরা গত বছর ফসলের ভাল ফলন ও দাম পেয়েছেন। তাই চলতি মৌসুমে অনেকটা আগে ভাগেই বোরো চাষে পুরো প্রস্ততি নিয়ে মাঠে নেমেছেন। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ জমিতে ধানের চারা লাগানো শেষ হয়েছে। আমরা এ বছর বোরো আবাদের ও নতুন জাত সম্প্রসারনের জন্য কয়েক শতাধিক কৃষককে প্রণোদনা সুবিধার আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করেছি। এছাড়াও আমাদের বিভাগীয় পদর্শনীর আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ সার ও অনান্য উপকরণ বিতরণ করেছি।
তাছাড়াও আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে আমরা ধান কর্তনের শেষ পর্ষন্ত কৃষকদের সাথে থেকে পরামর্শ সেবা অব্যাহত রেখে যাতে ভাল ফলন তুলে আনা যায় সেজন্য কাজ করে যাচ্ছি। কৃষকরা যাতে নিরাপদের ধান তুলতে পারে সেজন্য পানি উন্নয়ন বোর্ড সহ সবগুলো দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক