শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলব

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলব

নির্বাচনী প্রচারণার সময় সীমা  শুক্রবার সকালে অতিক্রান্ত হয়েছে। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক শিল্প-উপমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা, জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপিকে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, শাহজাদপুরে চলমান অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া ধরে রাখতে গত কয়েক দিন ধরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দিন-রাত শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়ন ও প্রায় ৩ শতাধিক গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, অলিতে গলিতে, শাহজাদপুরের এ প্রান্ত থেকে ওই প্রান্তে, তৃণমূলের ঘরে ঘরে ছুঁটে নৌকার ভোট চেয়েছেন শাহজাদপুরের তৈজদীপ্ত জননন্দিত, ত্যাগী রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী, জাতীয়ভাবে পুরষ্কারপ্রাপ্ত দেশ সেরা সমবায়ী, সফল সংগঠক, বাংলাদেশ মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, স্পেশাল পিপি (নারী ও শিশু), আওয়ামী লীগের চরম দুর্দিনের কান্ডারি, শাহজাদপুরের গণমানুষের নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। কুয়াশাচ্ছন্ন ভোর বেলা থেকে গভীর রাত অবধি উপজেলার বিভিন্ন স্থানে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা, পথসভা, হাটে বাজারে ছুঁটে চলে, ডোর- টু- ডোর নীতিতে তৃণমূলের ভোটারদের কাছে গিয়ে নৌকার ভোট চেয়েছেন তিনি। নৌকায় কেনো ভোট দিতে হবে ?- এ প্রশ্নের উত্তরে জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে, বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে, দেশ ও বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড় করাতে, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বহুমূখী মেগা প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, মানুষের কল্যাণ হয়, শাহজাদপুরের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা’র সুনজরে শাহজাদপুরে বিশ্বমানের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ’ চালু, টেকনিক্যাল কলেজ স্থাপন, উপজেলা পর্যায়ে যুগ্ম- জেলা দায়রা জজ আদালতসহ ৩ টি কোর্ট চালু, ৩টি হাসপাতাল, ১০ বিষয়ে অনার্স কোর্স চালু, পাইলট হাইস্কুল সরকারি, স্কুল, কলেজ, মাদরাসার ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন, শাহজাদপুর পৌর এলাকার সাথে ১৩টি ইউনিয়নের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাব-মার্সিবল ও পাকা সড়ক নির্মাণ, বিনে পয়সায় শত শত যুবকের কর্মসংস্থান, যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন, যমুনার ভাঙ্গণ স্থায়ী রোধে ১ হাজার কোটি টাকা ব্যায়ে চলমান বাঁধ, সড়ক, স্লুইচগেট নির্মাণ, ৪র্থ নদীবন্দর ফায়ার স্টেশান চালুসহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ, ৩ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবণ নির্মাণ, শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, সেতু নির্মাণ, প্রায় অর্ধশত নতুন সড়ক নির্মাণ, বিদ্যুৎ খাতে আবাসিক-অনাবাসিক, বাণিজ্যিক, সেঁচ, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্পসহ বিভিন্ন খাতে হাজার হাজার বৈদ্যুতিক নতুন সংযোগ প্রদান করে শাহজাদপুরে শতভাগ বিদ্যুতায়নের আওয়াভূক্তকরণ, শত শত কিলোমিটার নতুন লাইন নির্মাণ, ৩৩/১১ কেভি ১০ এমভিএ নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনসহ কৃষি, বস্ত্র, আবাসন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জননেত্রী ১০ বছরে শাহজাদপুরের মানুষকে যা দিয়েছেন, স্বাধীনতার দীর্ঘ সময়েও আমরা তা পাইনি। এ জন্য আমরা শাহজাদপুরবাসী জননেত্রী শেখ হাসিনার কাছে ঋণী ও চিরকৃতজ্ঞ। এ ঋণের দায়বদ্ধতায় ও সারাদেশসহ শাহজাদপুরের অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া ধরে রাখতে ৩০ ডিসেম্বর স্থানীয় এমপি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ভাইকে বিজয়ী করতে আমরা নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সবাই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে নৌকার বিজয় নিশ্চিতে দিনরাত অবিরাম কাছ করেছি। নৌকার ভোট ব্যাংক বৃদ্ধিতে বছরের পর বছর শাহজাদপুর যুবলীগের বলিষ্ঠ কন্ঠস্বর, সৎ আদর্শ চরিত্রের অধিকারী রাজীব শেখসহ এলাকার এক ঝাঁক তরুণ যুবসমাজকে সাথে নিয়ে শাহজাদপুরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুঁটে বেড়িয়েছি, ক্ষেতের পরিচর্যা করেছি, আগাছা তুলেছি, ফসল বুঁনেছিঁ, সার দিয়েছি। বাকি ছিলো শুধু নিড়ানি দেয়া, সেটাও দিলাম। ৩০ তারিখে ক্ষেতের ফসল কেটে ঘরে তুলবো ইনশাল্লাহ।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই