বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে নৌকা’র পালে হাওয়া,নুয়ে পরেছে ধানের শীষ

শাহজাদপুরে নৌকা’র পালে হাওয়া,নুয়ে পরেছে ধানের শীষ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নির্বাচনকে ঘিরে সরগরম ভোটের মাঠ। নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মূহুর্তে আওয়ামী লীগের প্রতীক নৌকার পালে হাওয়া লেগেছে।

নৌকা প্রতীকের পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে সিরাজগঞ্জ-৬ আসনের পুরো এলাকা। পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে চলছে ভোট প্রার্থনা ও সকাল-সন্ধ্যা মাইকে চলছে প্রচার। গত ১০ বছরের উন্নয়ন ও সফলতা তুলে ধরে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করায় উপজেলার সর্বত্র নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে।
নোকার এই গন জোয়ারে ধানের শীষের প্রচারনা তেমন চোখে পরছে না।মাঠে ধানের শীষের প্রচারনায় ভাটা পরলেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ধানের শীষের প্রচারনায় কমতি নেই।ইতি মধ্যে ধানের শীষে ভোট চেয়ে অত্র এলাকার মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে এসএমএস, ভয়েস কল পাঠানো হয়েছে।
প্রচারনার ব্যাপারে ইতিপুর্বে ড. এম এ মুহিত এর কাছে জানতে চাওয়া হলে প্রচারনায় বাধা ও হামলা হওয়ার কথা জানিয়েছেন।

এদিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন দলীয় মনোনয়ন পাওয়ায় শক্ত অবস্থানে আছে নৌকা।
একই সঙ্গে দলের মানোনয়ন না পাওয়া অপর তিন হেভিওয়েট নেতাও নৌকা প্রতীককে বিজয়ী করতে একসঙ্গে কাজ করছেন। ফলে শাহজাদপুরে আওয়ামী লীগ অনেক ভালো অবস্থানে রয়েছে। অপরদিকে শাহজাদপুর আসন থেকে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন তিনি এ অঞ্চলের মানুষের কাছে একবারে নতুন মুখ। একইসঙ্গে ড. মুহিতকে মনোনয়ন দেয়ায় বিএনপি নেতাকর্মীরাও দ্বীধাবিভক্ত। এরমধ্যে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েটসহ শত শত নেতাকর্মী দল ত্যাগ করে নৌকায় উঠেছেন।

আলহাজ্ব মো. হাসিবুর রহমান স্বপন বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। আমার বিশ্বাস আওয়ামী লীগ সরকারের গত এক দশকের নানামুখী উন্নয়নের কথা বিবেচনা করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষেই রায় দিবে।
জনগনের রায় পেয়ে আবারও জনগনের জন্য কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর