শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনী প্রচারণা শেষ; নানা হিসাব কষতে ব্যতিব্যস্ত শাহজাদপুর

নির্বাচনী প্রচারণা শেষ; নানা হিসাব কষতে ব্যতিব্যস্ত শাহজাদপুর

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপ্রু) সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় আজ শুক্রবার সকাল ৮ টায় বন্ধ হয়ে গেছে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা ১৮ দিনের প্রচারণা শেষে নানা হিসাব নিকাশ কষতে শুরু করেছেন শাহজাদপুরের ভোটারগণ। গত কয়েক দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া, মহল্লায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা সাধারণ ভোটারদের স্ব-স্ব দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে কতটুকু মন জয় করতে পেরেছেন, ভোটারদের নানা দাবী পূরণে কতটা যৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছেন তারও নানা হিসাব-নিকাশ চলতে থাকবে আগামীকাল শনিবার গভীর রাত পর্যন্ত। কারণ রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংকও বন্ধ রাখা হয়েছে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীর বাইরে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক শিল্প-উপমন্ত্রী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি , শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি ও তার পক্ষের দলীয় নেতা কর্মী সমর্থকেরা বেশ ফুরফুরে মেজাজে উপজেলার সর্বত্র নির্বাচনী প্রচারণার কাজে গত ১৮ দিন নির্বাচনী মাঠে দাঁপিয়ে বেড়িয়েছেন। সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাওয়া, পোস্টার ঝুলানো, মিছিল, মিটিং, পথসভা এসব কর্মকান্ডের মধ্যে দিয়ে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যতিব্যাস্ত সময় কেটেছে। অপরদিকে, নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হলেও এ আসনে গত ১৮ দিনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত ও তার সমর্থকদের উল্লেখযোগ্য নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। তার পরেও নৌকা, ধানের শীষ বা অন্যান্য প্রতীকের প্রার্থীগণের কর্মী সমর্থকেরা আশায় বুক বেধে বর্তমানে স্ব-স্ব প্রার্থীর পক্ষে নানা হিসাব নিকাশ কষতে শুরু করেছেন। ভোটারদের দৃষ্টি রয়েছে ৩০ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই