শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জ-৩ অভিজ্ঞ মান্নানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আজিজ

সিরাজগঞ্জ-৩ অভিজ্ঞ মান্নানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আজিজ

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে আওয়ামী লীগের অধ্যাপক ডা. আব্দুল আজিজ ও বিএনপির আব্দুল মান্নান তালুকদারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, এলাকায় দুই প্রার্থীই সমান জনপ্রিয়। আর একক প্রার্থী থাকায় দুই দলের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ।

১৯৯১ সাল থেকে সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপির আব্দুল মান্নান তালুকদার টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত ইসহাক হোসেন তালুকদার বিএনপির আব্দুল মান্নান তালুকদারকে পরাজিত করেন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন তিনি। ওই বছরেই ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুর পর আসনটি শূন্য হলে বিনা ভোটে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন।

এবারের নির্বাচনে উভয় দলের ২০ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্য থেকে আওয়ামী লীগ অধ্যাপক ডা. আব্দুল আজিজকে এবং বিএনপি আব্দুল মান্নান তালুকদারকে বেছে নেয়।

তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন জানান, নৌকার প্রার্থী ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে একজোট হয়ে কার্যক্রম শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে। দলের বিজয় ধরে রাখতে তারা বদ্ধপরিকর।

অপরদিকে তাড়াশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, আসনটি ফিরে পেতে দলীয় নেতাকর্মীদের নিয়ে নানা কৌশল নির্ধারণ করছেন তারা। দলীয় ঐক্য থাকায় আসনটি পুনরুদ্ধারে আশাবাদী এই বিএনপি নেতা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক