বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বিদ্যালয়ের অর্থ সম্পদ আত্মসাৎঃ সুপার গ্রেফতার

সিরাজগঞ্জে বিদ্যালয়ের অর্থ সম্পদ আত্মসাৎঃ সুপার গ্রেফতার

সিরাজগঞ্জের বহুল পরিচিত মুক্তিযোদ্ধা কারিগড়ি উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত সুপার আব্দুস সালাম খানকে কাজিপুর থানা পুলিশ গভীর রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মোটা অংকের অর্থ  ও সম্পদ আত্মসাতের মামলা হয়েছে। বিজ্ঞ আমলী আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারীর পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা কারিগড়ি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত সুপার ও মামলার বাদী মো: আবু হাসান এবং কাজিপুর থানা সূত্রে জানা যায়, আব্দুস সালাম খান(৫০) ২০১৪ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের সুপারের দায়িত্বে থাকাকালীন সময়ে কয়েক দফায় নগদ অর্থ ও সম্পদ মিলিয়ে ৭ লক্ষ ৬৯ হাজার ৫৫০ টাকা আত্মসাত করে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ১ম পর্যায়ে আত্মসাতকৃত ৪ লক্ষ ৬২ হাজার ৭৫০ টাকা ব্যাংকে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। আব্দুস সালাম ৩০০ টাকার ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা সম্পাদন করেও নির্ধারিত সময়ে মাত্র ১ লক্ষ টাকা জমা দেন। বাকী টাকা জমা দিতে অস্বীকার করেন। এরপর আড়াই লক্ষ টাকা মূল্যের ৫টি কম্পিউটার,  প্রতিষ্ঠানের ৫টি বৈদ্যুতিক ফ্যান বাড়ীতে নিয়ে যান। এরপর ২০১৫ সালের নবম শ্রেণির ছাত্রীদের নিকট হতে বোর্ড এর প্রাকটিক্যাল ফি বাবদ আদায় করা ৯৭ হাজার টাকা ২০১৬ সালের এসএসসি’র পরীক্ষার্থীদের নিকট থেকে কেন্দ্র ফি বাবাদ আদায় করা ৪৪,৮০০ টাকা সহ সর্বমোট ৭,৬৯, ৫৫০ টাকা আত্মসাত করেন।

এ প্রেক্ষিতে গত ১৫/২/২০০৬ তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তাকে চাকুরী হতে বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহন করে। সে  মোতাবেক ভারপ্রাপ্ত সুপার মো: আবু হাসান আদালতে তার বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিসেট্রট মামলার শুনানী ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সম্প্রতি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পুলিশ মঙ্গলবার ভোর রাতে তার নিজ বাড়ী শুভগাছা গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আদালতে হাজির করার পর বিজ্ঞ ম্যজিষ্ট্রেট তার জামিনের আবেদন নাকচ করে তাকে হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর