শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের দুই আসনে দুই নারী

সিরাজগঞ্জের দুই আসনে দুই নারী

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে দুটিতে প্রার্থী হয়েছেন দুই নারী। তাঁরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপি মনোনীত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং সিরাজগঞ্জ-২ (সদর উপজেলার আংশিক ও কামারখন্দ) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের স্ত্রী রোমানা মাহমুদ।

সিরাজগঞ্জ-১ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। গত সব কটি নির্বাচনেই (১৯৮৮ সাল ছাড়া) এ আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে পরাজিত হন। এ আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের  প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁকে ভোটের মাঠে মোকাবিলা করার জন্য বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। অবশ্য এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আরও দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা।

কাজীপুর উপজেলার দুটি ইউনিয়নের একাধিক ভোটার বলেন, কনকচাঁপা ভোট করবেন বলে শুনেছেন। কিন্তু কেউ তাঁকে কাজীপুরে দেখেননি। তিনি কীভাবে মোহাম্মদ নাসিমের সঙ্গে ভোট করেন, তা আগামী দিনে দেখার পরামর্শ দেন তাঁরা। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬৭৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৫২ জন।

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও তাঁর স্ত্রী জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ রোমানা মাহমুদ। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ হাবিবে মিল্লাত। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫০ হাজার ৮৯৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ২৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৬৩৮ জন।

সিরাজগঞ্জ শহরের কয়েকজন নারী ভোটার বলেন, একজন নারী প্রার্থীকে ভোট দিতে পারলে তাঁদের ভালো লাগত। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীকটাও একটি বড় বিষয়। তাই শুধু নারী বলে কাউকে ভোট দেওয়ার পক্ষে তাঁরা নন বলে জানান।

রোমানা মাহমুদ নারীসমাজের উন্নয়নে কাজ করে যেতে চান। সংসদ নির্বাচনের পরিবেশ আগের নির্বাচনের (২০০৮) চেয়ে ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের উচিত সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা। সিরাজগঞ্জের নারীসমাজসহ আপামর ভোটার আগামী নির্বাচনে তাঁকেই বেছে নেবেন বলে আশা তাঁর।

রুমানা মোর্শেদ কনকচাঁপা মুঠোফোনে বলেন, ‘রাজনীতিতে নবীন হলেও আমি কাজিপুরের সন্তান। তাঁরা আমাকে ভালোবাসেন।’ তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর সঙ্গে ভোটে লড়াই করাও গৌরবের।’ যুবসমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চান কনকচাঁপা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই