
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের চত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শিবগঞ্জ বন্দর গ্রামের চালক জিয়াউল হক ও জাহাঙ্গীরাবাদ গ্রামের হেলপার ইমদাদুল হক। র্যাব-১২ এর (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৮৫ বোতল ফেন্সিডিল, পাথর ভর্তি ট্রাক, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আলোকিত সিরাজগঞ্জ