শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 
সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার পৌর এলাকার চরচালা থেকে ১০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন (১৮) বেলকুচি উপজেলার চরচালা ভূমি অফিস সংলগ্ন পাকা রাস্তার উপড় থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আটকের পর তাহার শরীর তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, সোমবার রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস,আই, আব্দুস সবুর, এ,এস,আই, আনোয়ারুল আব্দুর রহিম ও রেজাসহ ,সঙ্গীয় ফোর্স পৌর এলাকার চরচালা ভূমি অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয় এবং সে কুখ্যাত চোরও বটে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: