• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

তাড়াশে বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন মাধাইনগর

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে তাড়াশ পৌরসভা বনাম মাধাইনগর ইউনিয়ন ফুটবল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাদাস খেলার মাঠে ফাইনাল ম্যাচে তাড়াশ পৌরসভাকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাধাইনগর ইউনিয়ন। তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ’র সঞ্চালনায় খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওয়াবদুল্লাহ।

এ সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎ, নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, জাতীয় চার নেতা পরিষদ তাড়াশ শাখার সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য সোহেল রানা সোহাগ, সদস্য হাদিউল হৃদয়, তাড়াশ রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক আব্দুল বারিক প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ