সংগৃহীত
প্যারিস অলিম্পিকের ত্রয়োদশ দিন শেষে পদক জয়ের সংখ্যায় অন্যান্য দেশের চেয়ে অনেকখানি এগিয়ে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদক পাওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের সঙ্গে তালিকার শীর্ষে ওঠার লড়াইটা বেশ জমে উঠেছে। পদক তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।
যুক্তরাষ্ট্র ৩০টি স্বর্ণ, ৩৮টি রৌপ্য ও ৩৫টি ব্রোঞ্জপদকসহ মোট ১০৩টি পদক জিতেছে। চীনের ২৯টি স্বর্ণের পাশাপাশি ২৫টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ পেয়েছে সবমিলিয়ে ৭৩ পদক।
১৮টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৪৫পদক নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। স্বাগতিক ফ্রান্স ১৪টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ ৫৪ পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। গ্রেট ব্রিটেন ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ ৫১টি পদক নিয়ে পঞ্চম অবস্থানে আছে।
ষষ্ঠ স্থানে থাকা সাউথ কোরিয়ার ঝুলিতে ১৩টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ। সপ্তম স্থানে থাকা জাপান পেয়েছে ১৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ।
সূত্র: ডেইলি বাংলাদেশ