• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

স্বপ্নে নিজেকে কাঁদতে দেখেছেন, কীসের ইঙ্গিত এটি?

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

ঘুমের মধ্যে আচমকা চোখের সামনে নানা দৃশ্যপট। সেসবের কিছু অংশ ঘুম ভাঙার পর মনে পড়ে আমাদের। যা আমাদের অবাকই করে! এর মধ্যে আনন্দ, দুঃখ কিংবা চিন্তার বিষয়ও জড়িত থাকে!

মনোবিজ্ঞানের পরিভাষায়, স্বপ্ন হল মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা বিষয়বস্তুর একটি দৃশ্যমান প্রতিফলন। অবচেতন মন হল সচেতন ও অচেতন মনের মাঝের এমন একটি স্তর, জেগে থাকা অবস্থায় যার অস্তিত্বের টের পাওয়া মুশকিল।

তবে নানারকম স্বপ্নের নানারকম ইঙ্গিতের কথা বলে জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র মতে, কোনোদিন গভীর রাতের কোনো স্বপ্নে যদি আপনি নিজেকে কাঁদতে দেখেন, তাহলে মন খারাপ করবেন না। কারণ জ্যোতিষীরা বলেন, এমন স্বপ্নের মধ্যে থাকে উন্নতি ও সমৃদ্ধির ইঙ্গিত। অর্থাৎ খুব শিগগিরই আপনি জীবনে উন্নতি করতে চলেছেন।

আপনি কি মাঝেমধ্যে ঘুমের মধ্যে দেখেন যে আপনি কোনো পাহাড়ে চড়ছেন কিংবা কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে আছেন? তাহলে এটিকেও শুভ ইঙ্গিত বলে বর্ণনা করে জ্যোতিষশাস্ত্র। প্রাচীন এ শাস্ত্রমতে, শিগগিরই ওই ব্যক্তির অর্থলাভ হতে চলেছে। এছাড়াও এ ধরনের স্বপ্ন সফলতার ইঙ্গিত দেয়।

কোনোদিন যদি স্বপ্নের মধ্যে আপনি দেখেন যে আপনি মহাকাশে তারাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আপনার জীবনে কিছু ‘মিরাকল’ ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, এ ধরনের স্বপ্নে লটারি জেতার ইঙ্গিতও থাকে।

শীতের কোনো রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আপনি যদি কোনোদিন দেখেন যে আপনি ঠান্ডা জলে স্নান করছেন, তাহলে আঁতকে উঠবেন না। কারণ জ্যোতিষশাস্ত্র বলে, এমন স্বপ্ন দেখলে সেই ব্যক্তির ব্যাপক অর্থলাভের সম্ভাবনা থাকে।

 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ