মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উপহার হিসেবে দিতে চান পারফিউম? জেনে নিন ৫টি তথ্য

উপহার হিসেবে দিতে চান পারফিউম? জেনে নিন ৫টি তথ্য

পারফিউম একজন মানুষের খুব ব্যক্তিগত একটি প্রসাধনী। প্রতিটি মানুষেরই পারফিউমের পছন্দ ভিন্ন। আর তাই কাউকে পারফিউম উপহার দেওয়াটাও খুবই অন্তরঙ্গ একটি কাজ। এ কারনে কাউকে উপহার হিসেবে পারফিউম দেওয়ার আগে চিন্তাভাবনা করে নেওয়া উচিত। আপনার কাছে কোনো পারফিউম ভালো লাগলেই অন্যের কাছেও তা ভালো লাগবে এমনটা নয়। পারফিউম গিফট দেওয়ার আগে জেনে নিন কিছু টিপস।

১) পোশাক থেকে আঁচ করুন

যাকে পারফিউম উপহার দেবেন তার পোশাক থেকে কিছুটা আঁচ করা যায় তিনি কী ধরণের পারফিউম পছন্দ করবেন। সাধারণত যারা নারীসুলভ, ফ্লোরাল বা কুচি দেওয়া পোশাক পছন্দ করেন তাদের পারফিউমটাও ফ্লোরাল বা পাউডারি ধরণের হয়ে থাকে। যারা আবার একটু স্পোর্টি বা অ্যাথলেটিক পোশাক পরেন, তাদের পারফিউমটা হয়ে থাকে সাইট্রাস, অ্যাকুয়াটিক বা স্পাইসি ধরণের।

২) তার পছন্দের জায়গার কথা ভাবুন

অনেকেই ভ্রমণ করতে পছন্দ করেন। যাকে উপহার দিচ্ছেন তার প্রিয় জায়গার কথা ভাবুন। তিনি কি পাহাড় পছন্দ করেন? নাকি সাগর? তিনি কোনো বিশেষ শহর পছন্দ করেন, যেমন প্যারিস? এসব জায়গার জন্য বিশেষ কোনো পারফিউম খুঁজে তাকে দিতে পারেন। বা তিনি বেকিং পছন্দ করলে ভ্যানিলা বা চকলেট ধরণের পারফিউম দিতে পারেন।

৩) স্যাম্পলার কিট দিতে পারেন

পারফিউম গিফট দেওয়া নিয়ে সংশয়ে ভুগছেন? ভাবছেন তার পছন্দের পারফিউম কিনতে পারবেন না? তাহলে পারফিউম স্যাম্পলার কিট দিতে পারেন। অনেক ব্র্যান্ডেরই পারফিউম স্যাম্পলার কিট আছে যেখানে ৫টি থেকে ১৫টি পর্যন্ত বিভিন্ন সুগন্ধির ছোট ছোট কৌটা থাকে। এই কিট উপহার দিলে যে কোনো একটি তার পছন্দ হয়েই যাবে।

৪) ছোট আকারের পারফিউম দিন

বড়সড় একটা পারফিউম উপহার দিলেন, এরপর তার পছন্দ হলো না, এতে পারফিউমটা যেমন নষ্ট তেমনি টাকাও নষ্ট। এরচেয়ে দিতে পারেন ছোট আকারের মিনিয়েচার বা রোলারবল পারফিউম। এগুলো দেখতে কিউট, দাম কম এবং তা ভ্রমণের সময়েও তিনি ব্যবহার করতে পারবেন।

৫) অন্যরকম পারফিউম দিন

দামি পারফিউমের বদলে সেন্টেড ক্যান্ডেল উপহার দিতে পারেন। ইদানিং সেন্টেড ক্যান্ডেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর