বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে এবি পার্টির নেতাদের সাক্ষাৎ

জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে এবি পার্টির নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিনিধিদল। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে জার্মান দূতাবাসে এই সাক্ষাৎ করেন এবি পার্টির নেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আলাপকালে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, মানবাধিকার সংস্থা ‘অধিকার’–এর সম্পাদক আদিলুর রহমান খানসহ মানবাধিকার সংগঠন ও কর্মীদের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং বিচারিক হয়রানির বিষয়টি প্রাধান্য পায়। প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ এবং সহকারী সদস্যসচিব নাসরীন সুলতানা। এ সময় জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক, প্রেস ও সাংস্কৃতিকবিষয়ক অ্যাটাশে জিলকে শ্মির।

এবি পার্টির নেতারা ফেডারেল রিপাবলিক অব জার্মানির পক্ষ থেকে স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্য, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা, দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জার্মানিতে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে শিক্ষা সমৃদ্ধিতে অবদান রাখায় প্রশংসা করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: