শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে বাঘ!

ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে বাঘ!

ভারতীয় উপমহাদেশে অনেক বাঘ থাকলেও এই বন্য প্রাণীটির দেখা পাওয়া বেশ মুশকিল। তবে এবার এই বাঘের দেখা মিলল আখক্ষেতে। খুব স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে সেখানে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এমন বিরল ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ভিডিওটি এক্সে (সাবেক টুইটার) হাজার হাজার মানুষ দেখেছেন।

প্রশান্ত পান্ডে নামে এক ব্যক্তি ভিডিওটি এক্সে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, রাতের বেলা আখক্ষেতে বাঘটি ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা হয়েছে। আর বাঘটি সেই গাড়িটি থেকে মাত্র কয়েক মিটার দূরেই ছিল।

ভিডিওটির হিন্দি ক্যাপশন থেকে জানা যায়, সেটি উত্তরপ্রদেশের তেরাই অঞ্চলের লখিমপুর খেরি জেলার কুকরা এলাকা থেকে ধারণ করা হয়েছে। ওই এলাকায় এই ধরনের আখক্ষেতে বাঘ অবাধে বিচরণ করে থাকে।

ভারতীয় বন বিভাগের কর্মকর্তা রমেশ পান্ডে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এ ধরনের আখক্ষেত শিকার ও শিকারি প্রাণী উভয়ের জন্য ভালো আশ্রয়কেন্দ্র। এর ফলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ বেড়ে যায়, বিশেষ করে শীতের সময়ে।

আলোকিত সিরাজগঞ্জ