• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সেলফি পাঠাল সৌরযান আদিত্য-এল১, ক্যামেরাবন্দি পৃথিবী-চাঁদও

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

মহাকাশে সুপার-সেলফি তুলল ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১। তাতে নিজের শরীরের বিভিন্ন দেখিয়েছে ভারতের সৌরযান। সেইসঙ্গে পৃথিবী এবং চাঁদেরও ছবি তুলে দেখিয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এসব ছবি প্রকাশ করেছে।

গেল শনিবার আদিত্য-এল১ সৌরযানটি পৃথিবী ছেড়ে যায়। এটি ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছাবে, যা সূর্য ও পৃথিবীর মোট দূরত্বের ১ শতাংশ। ইসরো বলছে, গন্তব্যে যেতে যানটির চার মাস লাগবে। এর আগে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। ভারতের এই সাফল্যের কয়েকদিনের মধ্যে দেশটির প্রথম সৌরমিশন শুরু হয়। 

বৃহস্পতিবার সকালে ইসরো দুটি ছবি প্রকাশ করে। ছবি দুটি ৪ সেপ্টেম্বর তোলা। আদিত্য-এল১ যানে বসানো ক্যামেরায় এসব ছবি তোলা হয়। একটি ছবির ফ্রেমে একসঙ্গে রয়েছে পৃথিবী ও চাঁদ। এতে পৃথিবীকে বেশ বড় দেখা যাচ্ছে এবং তুলনামূলকভাবে চাঁদকে দূরে অতি ক্ষুদ্র দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে যানটির সাতটি বৈজ্ঞানিক যন্ত্রের দুটিকে দেখা যাচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ