
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। অবশ্য প্রধান বিচারক আমের ফারুক বলেছেন, আবেদনের ওপর নিয়মিত শুনানি হবে। তবে কবে থেকে এ শুনানি শুরু হবে, তা জানতে ৪-৫ দিন সময় লাগবে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার ইমরান খানের আইনজীবী খাজা হারিস এ সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। আপিলের পক্ষে যুক্তি দিয়ে হারিস বলেন, তোশাখানা মামলায় বিচারিক আদালত যে রায় দিয়েছেন, তা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এ রায়ের ওপর আমরা স্থগিতাদেশ চাইছি। যুক্ততর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের এ আবেদন খারিজ করে দেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক।
তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে গত শনিবার ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ রুপি জরিমানা এবং গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর ৭০ বছর বয়স্ক ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। এ রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইমরানকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় দেশটির নির্বাচন কমিশন। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে রয়েছেন।
আলোকিত সিরাজগঞ্জ