• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

এরদোগানকে বিশেষ যে উপহার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

তৃতীয়বারের মত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া রিসেপ তাইয়্যিপ এরদোগানের শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আঙ্কারায় এ অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। শনিবার (৩ জুন) অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরদোগানকে বিশেষ এক উপহার দিয়েছেন শাহবাজ শরীফ।

এরদোগানের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতার মাধ্যমে উপহারের বর্ণনাও দিয়েছেন পাকিস্তানের সরকার প্রধান।

এরদোগানকে ‘ভাই’ সংবোধন করে শাহবাজ বলেন, আমি আপনার জন্য পাকিস্তানি আম নিয়ে এসেছি। এর মধ্যে অর্ধেক আপনার জন্য এবং বাকি অর্ধেক আপনার স্ত্রীর (এমিনি এরদোগান) জন্য।

শাহবাজের কথা শুনে হেসে ফেলেন এরদোগান-এমিনি দম্পতি। তারা বলেন, পাকিস্তানি আমের স্বাদ খুবই মিষ্টি। আমাদের খাওয়ার অভিজ্ঞতা আছে।

এ সময় সুন্দর উপহারের জন্য শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান এমিনি এরদোগান। আর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ