• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

২০ বছরের তরুণীকে বিয়ে করে হেসেই চলেছেন ৭২ বছরের বৃদ্ধ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

প্রেম বয়স মানে না। কখন যে কার হৃদয় কার সামনে মাথা নোয়াবে, তার কোনো বাঁধাধরা হিসাব থাকে না। সেই বেহিসাবের অঙ্কেই হঠাৎ ৭২ বছরের বৃদ্ধের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সদ্য ২০ পেরনো তরুণী। সমাজমাধ্যমে তেমনই এক জুটির ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে বধূ বেশে এক তরুণীর পাশে ফুল দিয়ে সাজানো আসনে বসে আছেন এক অতিবৃদ্ধ মানুষ। তার মাথায় বরের পাগড়ি। গায়ে বরবেশ। তরুণীর পাশে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেই চলছেন তিনি।

ভিডিওর নেপথ্যে একটি কণ্ঠস্বর কে বলতে শোনা যায়, ‘আমি ১৮ বছরের এই তরুণীকে প্রশ্ন করেছিলাম, এই বৃদ্ধকে বিয়ে করলেন কেন? আমাকে উনি দুটি বাক্যে জবাব দিলেন। ‘প্রথমত, ওঁর ইনকাম (অর্থাৎ উপার্জন), দ্বিতীয়ত, ওর দিন কম।’

ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিও। বিবরণে লেখা হয়েছে, ‘কাকা একটু সামলে’।

 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ