বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্তানের জন্ম দিলেন ভারতীয় রূপান্তরকামী যুগল

সন্তানের জন্ম দিলেন ভারতীয় রূপান্তরকামী যুগল

মা-বাবা হয়েছেন ভারতের কেরালার রূপান্তরকামী যুগল জাহাদ পাভাল ও জিয়া পাভাল। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে এক হাসপাতালে ভূমিষ্ঠ হয় শিশুটি। জিয়া জানিয়েছেন, তাদের সন্তান এবং জাহাদ দুজনেই সুস্থ আছেন। ২৩ বছর বয়সী রূপান্তরিত পুরুষ জাহাদ এবং ২১ বছর বয়সী রূপান্তরিত মহিলা জিয়া কিছু দিন আগে নিজেদের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা জানিয়েছিলেন।

এবার সন্তান আসার খবর সঙ্গে ভাগ করেছেন তিনি। জিয়া ইনস্টাগ্রামে সদ্যোজাতটির হাতের একটি অংশের ছবি দিয়ে লেখেন, ‘আমাদের স্বপ্নের স্বর শুনতে পেলাম। দু চোখ বেয়ে নেমে আসছে আনন্দাশ্রু। সকল শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায়, প্রার্থনায় কোনো সমস্যা ছাড়াই আমাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। এই কঠিন সময়ে যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।’

তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহাদ-জিয়া। দেখা হওয়ার পরও তারা হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে তাদের মনে অভিভাবক হওয়ার ইচ্ছে আগে থেকেই ছিল। তাই কিছুদিনের জন্য তারা হরমোন থেরাপি বন্ধ রেখেছিলেন। শিশুর জন্মের পর আবার তারা হরমোন থেরাপি শুরু করবেন।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়া জানিয়েছিলেন, প্রথম থেকেই তারা সন্তান চেয়েছিলেন। রূপান্তরকামীরাও যে সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন সেই উদাহরণই সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন তারা।

অভিভাবক হতে পেরে জাহাদ-জিয়া দুজনেই খুব খুশি। কিছুদিন আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটও করিয়েছেন তারা। জিয়া ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেই সব ছবি। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক চর্চা শুরু হয় নানা মহলে। খালি গায়ে স্ফীত উদরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন জাহাদ। চোখেমুখে খুশির জেল্লা। শাড়ি পরে দক্ষিণী সাজে তাকে সঙ্গ দিচ্ছেন জিয়া।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর