বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বামীর পরকীয়া প্রেমিকাকে হাতেনাতে ধরে পেটালেন স্ত্রী

স্বামীর পরকীয়া প্রেমিকাকে হাতেনাতে ধরে পেটালেন স্ত্রী

হোটেলের কক্ষে স্বামীর সঙ্গে তার প্রেমিকাকে হাতেনাতে ধরে বেদম পেটালেন স্ত্রী। রাস্তায়ই ফেলে মেরে টেনে হিঁচড়ে অভিযুক্ত তরুণীকে নিয়ে যাওয়া হয় থানায়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের আসানসোলে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসানসোলের বাসিন্দা মোহনলাল। পেশায় ব্যবসায়ী তিনি। মোহনলাল পরকীয়ায় জড়িয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু বিষয়টি জানতে পেরে যান তার স্ত্রী। এরপরই অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। স্ত্রী একাধিকবার সতর্ক করেন মোহনলালকে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এদিকে স্বামীর ওপর নজরদারি চালাতে থাকেন গৃহবধূ। বৃহস্পতিবার আসানসোলের বার্নপুরের একটি হোটেলে প্রেমিকার সঙ্গে স্বামীকে উদ্ধার করেন ওই নারী। সেখানেই ওই তরুণীর ওপর হামলা চালান তিনি।

ভিডিওতে দেখা যায়, হোটেল থেকে মারতে মারতে রাস্তায় বের করে আনা হয় তরুণীকে। হাতে থাকা হেলমেট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ক্রমাগত পেটে লাথি মারা হয়। ঘটনাটি নজরে পড়তেই রাস্তায় ভিড় করেন স্থানীয়রা। কেউ কেউ মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

জানা গেছে, মারধর করতে করতে ওই তরুণী ও স্বামীকে থানায় নিয়ে যান স্ত্রী। এ ঘটনায় হোটেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে মুখ খোলেনি হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি এই ঘটনায় ব্যবসায়ী, তার স্ত্রী, প্রেমিকা কেউই কোনো মন্তব্য করেননি।

এদিকে, দুজনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই জামিন দেওয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর