শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাইডেনের অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প

বাইডেনের অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প

হোয়াইট হাউজ ত্যাগের পর নিজের প্রথম রাজনৈতিক সমাবেশে এসে জো বাইডেনের অভিবাসন নীতির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তার দলের জন্য ভোট চেয়েছেন। শনিবার দেশটির ওহাইয়ো অঙ্গরাজ্যে একটি সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে জালিয়োতি হয়েছিল বলে উল্লেখ করেন। এসময় আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

সাবেক হোয়াইট হাউজ কর্মকর্তা ম্যাক্স মিলার এ সমাবেশের আয়োজন করেছিল। মিলার হলো ট্রাম্পের অভিশংশনে স্বাক্ষর করা অ্যান্টনি গঞ্জালেজের প্রধান সমালোচক। গঞ্জালেজ অন্যতম রিপাবলিকান অ্যাটর্নি ক্যাপিটল হিল হামলার জন্য যিনি ট্রাম্পের অভিশংশনে স্বাক্ষর করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্প সমাবেসে উপস্থিত হাজার হাজার সমর্থকদের বলেন, ‘আমরা আবারও হোয়াইট হাউজে ফিরব। ফিরে যাব সিনেটে। আমরা আবারও আমেরিকার হাল ধরবো। যা হবে অতি শিগগিরই ‘।

সমাবেশে ট্রাম্প আরও বলেন, 'আমরা নির্বাচনে দুইবার জিতেছি। যদি সম্ভব হতো আমরা তৃতীয়বারও জয়ী হব। ২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে নির্বাচনে জিতেছিল ডোনাল্ড ট্রাম্প।

এরআগে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে তৎপর হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেছিন, অভিবাসী প্রত্যাশিদের ঠেকাতে আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাবেন তিনি। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট জো বাইডেনের মানবিক আচরণের কারণে মেক্সিকো থেকে দল বেধে মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।

টেক্সাস সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি মানুষ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয় টেক্সাস সীমান্তকে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্তকে নিরাপদ রাখতে বাইডেন প্রশাসন মোটেই আন্তরিক নয়। ফলে এখন ইতিহাসের সবচেয়ে বড় সীমান্ত সঙ্কটে পড়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই