বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালিতে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত, আহত ১৩ শান্তিরক্ষী

মালিতে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত, আহত ১৩ শান্তিরক্ষী

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গাড়িবোমা হামলায় জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন জার্মান ও একজন বেলজিয়ান নাগরিক। এছাড়া পৃথক আরেকটি হামলায় মালির ছয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি।

শুক্রবার দেশটির উত্তরে অবস্থিত গাও অঞ্চলের ইছাগারা গ্রামের কাছে একটি অস্থায়ী ঘাঁটিতে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই এলাকায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তৎপর বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মালির জাতিসংঘ মিশন গাড়িবোমা হামলায় প্রথমে ১৫ জন আহত হয়েছে বলে জানালেও পরে ওই সংখ্যা ১৩ তে নামিয়ে আনে।

আহতদের মধ্যে তিন জার্মান সেনার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-ক্যারেনবার।

দুইজনের অবস্থা তুলনামূলক স্থিতিশীল, অন্যজনের অস্ত্রোপচার চলছে, বলেছেন তিনি।

মোপতি অঞ্চলের বোনি এলাকায় পৃথক এক হামলায় ৬ সেনা নিহত ও একজন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মালির সেনাবাহিনী।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা।

জাতিসংঘের পাঠানো শান্তিরক্ষী এবং অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মালি এবং এর প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারের বিশাল এলাকাজুড়ে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের নিয়মিত হামলার খবর পাওয়া যায়।

পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সহিংসতা নিয়ন্ত্রণে মালির জাতিসংঘ মিশন সেখানে ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে।

২০১৩ সাল থেকে তারা ২৩০ জনের মতো শান্তিরক্ষীর প্রাণহানিও রেকর্ড করেছে।

এ মিশনে জার্মানির প্রায় এক হাজার ১০০ সেনা আছে। এদের বেশিরভাগেরই অবস্থান গাও অঞ্চলে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর