বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিকে একত্রিত করার অঙ্গীকার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর

জাতিকে একত্রিত করার অঙ্গীকার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর

দুই বছরে চারবার নির্বাচনে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

স্থানীয় সময় রোববার রাতে দেশটির পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তিনি ওই অঙ্গীকার করেন বলে সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের ডানপন্থী, মধ্যপন্থী, বামপন্থী ও ধর্মীয় দল নিয়ে নবগঠিত জোট দেশটির ক্ষমতায় বসবে কিনা, তা নিয়ে নেসেটে ওই দিন বিতর্ক ও ভোট হয়। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে জোটের পক্ষে ভোট পড়ে ৬০টি। বিপক্ষে পড়ে ৫৯টি ভোট। এর মধ্য দিয়ে পাকাপোক্ত হয়ে যায় দেশটির টানা এক যুগ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়।

জোট সরকারভুক্ত দলের ক্ষমতা ভাগাভাগির অংশ হিসেবে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এরপর ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বেনেট। লাপিদ দেশটির প্রধানমন্ত্রী থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।

নেসেটে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিতের পরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেনেট। ভোটে জয়ের পর ভাষণে ৪৯ বছর বয়সী বেনেট বলেন, আজ শোকের দিন নয়। গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তন হয়েছে কেবল।

তিনি আরো বলেন, আমরা আমাদের সাধ্যমতো সবকিছুই করব, যাতে কেউ ভয় না পায়। আর যারা আজ রাতে বিজয় উদযাপনের পরিকল্পনা করেছেন, তাদের উদ্দেশে বলতে চাই, অন্যের যন্ত্রণার ভেতর উল্লাস করবেন না। আমরা কারো শত্রু নই। আমাদের সবার সত্তা এক।

জানা গেছে, ক্ষমতা থেকে বিদায়ের পর নিজের দল ডানপন্থী লিকুদ পার্টিরই প্রধান থাকছেন নেতানিয়াহু। পাশাপাশি দেশটির বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন তিনি।

জেরুজালেমে নেসেটে রোববার জোটের বিষয়ে বিতর্কের সময় ক্ষমতায় ফের ফিরে আসার অঙ্গীকার করেন নেতানিয়াহু। নেসেটের আইনপ্রণেতারা নতুন জোট সরকারের পক্ষে ভোট দিলে বেনেটের কাছে গিয়ে করমর্দন করেন তিনি।

এদিকে ইসরায়েলের নতুন সরকারের বিষয়ে নির্বিকার প্রতিক্রিয়া জানান ফিলিস্তিনের প্রতিনিধিরা।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেন, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের অবস্থান সব সময় পরিষ্কার। আমরা যা চাই তা হলো, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেটির রাজধানী হবে জেরুজালেম।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর