শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় ফেরার পথে আজ বিজেপির অগ্নিপরীক্ষা

ক্ষমতায় ফেরার পথে আজ বিজেপির অগ্নিপরীক্ষা

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের উপরই নির্ভর করছে দেশের রাজনীতির গতিপ্রকৃতি, তথা বিজেপির ক্ষমতায় ফেরা। কারণ যে ৯৫টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলোসহ সিংহভাগ ২০১৪ সালে ছিল বিজেপির দখলে। তাই আসনগুলোর ভোট এবার বিজেপির কাছে মরণ বাঁচন লড়াই। 

ভেলোর ও ত্রিপুরা পূর্ব আসনে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে না। পশ্চিম উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রে ভোট চলছে। এ আসনগুলোতে অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট বনাম বিজেপির লড়াই হচ্ছে প্রথমবার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ আসনগুলোতে সরাসরি কংগ্রেস জোটে না থাকলেও, কিছু কিছু আসনে এমন প্রার্থী দিয়েছে যে, সেটা স্পষ্টই জোটকে সহায়তা করবে। কারণ উচ্চবর্ণের ভোট বিভাজন। বিজেপির প্রতি বিরক্ত উচ্চবর্ণের ভোটব্যাঙ্কের কাছে একমাত্র বিকল্প কংগ্রেস। কারণ ওই অংশ জোটপ্রার্থীকে ভোট দেবে না। ফলে লোকসান হবে বিজেপির। এ আট আসনের মধ্যে এবার সিংহভাগেই পাটিগণিতের হিসেবে এগিয়ে জোট। 

একইভাবে বিহারে লোকসভা নির্বাচনের কেন্দ্রগুলোতে ভোট সীমাঞ্চল হিসেবে পরিচিত। কাটিহার, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া এলাকাগুলো পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে বিবেচিত। যার মধ্যে কিষাণগঞ্জ মুসলিম অধ্যুষিত। সুতরাং এ সীমাঞ্চলে বিজেপির একমাত্র ভরসা নীতীশ কুমারের ভাবমূর্তি। তাই এবার যদি এ কেন্দ্রগুলো থেকে এনডিএ প্রার্থী জয়ী হতে না পারেন, তাহলে বোঝা যাবে নীতীশ কুমারের জনপ্রিয়তা কমছে। সেক্ষেত্রে আগামীদিনে বিহারে বিজেপি হবে আরজেডির বিরুদ্ধে প্রধান শক্তি। দুর্বল হবে এনডিএ জোট। ধাক্কা লাগবে নীতীশ কুমারের রাজনীতিতে। 

পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে এবার বহু আশা নিয়ে রয়েছে বিজেপি। বস্তুত উত্তরবঙ্গের উপরই বিজেপির ভরসা বেশি। তাই দ্বিতীয় দফার নির্বাচনে এ তিন কেন্দ্রের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মহারাষ্ট্রের মারাঠাওয়াড়ার যে অঞ্চলে জল ও কৃষি সঙ্কট প্রধান নির্বাচনী ইস্যু, সেই এলাকাতেই দ্বিতীয় দফার নির্বাচনে ভোট হচ্ছে। কৃষকদের আত্মহত্যা, প্রবল খরার কারণে কৃষি অর্থনীতি ভেঙে পড়া এবং ফসলের দাম না পাওয়ায় এবার এ অঞ্চলের গ্রামের মানুষ ও গরিব কৃষক কতটা ক্ষিপ্ত তার প্রমাণ পাওয়া যাবে আজকের ভোটে। ওসমানাবাদ থেকে লাতুর বিস্তীর্ণ এলাকায় গত লোকসভা ভোটে শিবসেনা ও বিজেপি প্রায় একক গরিষ্ঠতা পায়। এবার সেই ফলাফল না হলে মহারাষ্ট্রের আসন প্রাপ্তিতেও ধাক্কা খাবে বিজেপি। 

একই অবস্থা কর্ণাটকে। আজ কর্ণাটকের শহুরে জনপদগুলোতে ভোট। সবশেষ বিধানসভা ভোটে এখানে বিজেপি ভালো করেনি। দেবেগৌড়ার আসনেও আজ ভোট। ক্ষমতায় যেতে হলে, এ রাজ্যে বিজেপিকে ভালো ফল ধরে রাখতে হবে। কারণ গোটা দক্ষিণ ভারতে একমাত্র এ রাজ্যেই বিজেপি আসন পাবে। দক্ষিণের আর কোনো রাজ্যে বিজেপির খাতা খোলার সুযোগ নেই। তাই দক্ষিণ ভারতে বিজেপির সম্মান রাখতে পারে একমাত্র কর্ণাটক। 

তামিলনাড়ুতে জয়ললিতা ও করুণানিধি যুগ শেষ। এবারই প্রথম এ দুই গ্ল্যামার জগতের ক্যারিশমাটিক নেতানেত্রী নেই। তাদের ছাড়া তামিলনাড়ুর রাজনীতি প্রথমবার ভোট প্রত্যক্ষ করছে। তাই এ রাজ্যের ভোট নিয়েও রয়েছে বিশেষ আগ্রহ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই