শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে যাচ্ছে আমেরিকা

ইরানি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে যাচ্ছে আমেরিকা

ইরানের এলিট ফোর্স রিভল্যুশনারি গার্ডস বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে আমেরিকা। আগামী সোমবারের মধ্যে যত দ্রুত সম্ভব এ ঘোষণা দেওয়া হতে পারে।

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ওয়াশিংটন এই প্রথম অন্য কোনো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আগামী সোমবারের আগে যত তাড়াতাড়ি সম্ভব এ ঘোষণা দেবে। কয়েক বছর আগেই থেকেই এ ধরনের প্রচারণা চলছিল।

তবে সমালোচকরা সতর্ক বলেছেন, এর ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোও মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে।

রয়টার্স বলছে, মার্কিন প্রশাসন পেন্টাগন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি, এবং কোনো কিছু জানার থাকলে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার কথা বলে। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজও মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। 

অন্যদিকে, জাতিসংঘে ইরানি মিশনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে সর্বশেষ এই নীতির ব্যাপারে পরামর্শ রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর। যিনি ইরানের চরম বিরোধী। 

ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে গত বছর একতরফাভাবে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। সেই ঘটনার বর্ষপূর্তির আগে নতুন এ ঘোষণা দিতে পারে ওয়াশিংটন। পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। ইরানের অর্থনীতে যার ব্যাপক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। 

ইরানের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা সংক্রান্ত এ খবর প্রথম প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

প্রসঙ্গত, আমেরিকা ইতোমধ্যে ইরানের ইসলামিক রিভ্যুলুশেন গার্ড কর্পস (আইআরজিসি)-এর কিছু প্রতিষ্ঠান ও কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে। তবে এই প্রথম পুরো বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক