• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

খুব সহজ পদ্ধতিতে শিম উৎপাদন প্রযুক্তি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২  

আমরা সাধারণত মাচা দিয়ে শিম চাষ করি। তাতে বেশ খানিকটা জায়গার দরকার হয়। কিন্তু ছাদ বাগানে জায়গার খুব স্বল্পতা। সেজন্য অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও শিম চাষ করতে পারি না। আমার এই প্রযুক্তি ব্যবহারে আপনার সে সমস্যা আর থাকছে না। মাত্র একটি টবকে ঘিরেই শিম চাষ সম্ভব। এরজন্য মাত্র ২ বর্গফুট জায়গার দরকার।

টবের কিনারা দিয়ে প্রায় ৪-৫ ফুট তিনটি খুটি পুতে দিতে হবে। খুটির মাথাগুলো ১.৫ থেকে ২.০ ফুট কাঠি দিয়ে বেধে দিতে হবে। এরপর ফ্রেমের নিচে থেকে উপরে সূতা অথবা রশি দিয়ে মুড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেলো।

তারপর গাছ ৪-৫ ফুট লম্বা হলে ডগা কেটে দিতে হবে। কোনভাবেই গাছকে ফ্রেমের বাইরে যেতে দেয়া যাবে না। আমার গবেষণায় দেখেছি মাত্র ১৫-২০ কেজি মাটি হলেই ভালো ফলন পাওয়া যায়। একটি টবে মাত্র দুটো গাছ থাকবে।

বালতি/বস্তা ব্যবহারেই ভালো ফলন পাওয়া সম্ভব। এভাবে শীতকালীন ও সামার জাত আবাদ করে সারাবছরই শিম পাওয়া খুব সহজ। এছাড়াও দুই টবের মাঝে ছোট্ট ছোট্ট গাছ অথবা চারা রাখা যাবে। অর্থাৎ জায়গার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। খুব সহজ পদ্ধতিতে শিম উৎপাদন প্রযুক্তি এই বিষয়গুলো আপনাদের শিম চাষে সহায়ক হবে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ