• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বীজ বপন অথবা চারা তৈরির সহজ পদ্ধতি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২  

একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে যে চারা তৈরির কাজ যত ভালোভাবে করা যাবে ফসলও ততভালো হবে। আসুন জেনে নেয়া বীজ বপন অথবা চারা তৈরির সহজ পদ্ধতি টি। শুরুতে বীজ ভিজিয়ে রাখি। ১২ ঘন্টা ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে টিস্যু পেপারে ১২ ঘন্টা মুড়িয়ে রেখেছিলাম। বেশ কিছু বীজ সেখানেই গজিয়ে যায়।

এরপর সেই ভেজানো বীজগুলো ওয়ানটাইম গ্লাস, ছোট পট, পলিব্যাগ ইত্যাদিতে বপন করেছি। বপনের পর খাচায় ভরে রেখেছি, যাতে স্থানান্তর করতে পারি। কারণ বৃষ্টির সময় যাতে নিরাপদ আশ্রয়ে নেয়া যায়।শুকিয়ে গেলে স্প্রে মেশিন দিয়ে হালকাভাবে ভিজিয়ে দেই। মাটি তৈরির সময় ভার্মি কম্পোস্ট মিশিয়েছি এবং স্প্রে করে ছত্রাকনাশক দিয়েছি। এক লিটার পানিতে এক গ্রাম কম্পানিয়ন দিয়েছি।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ