• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

নামী অভিনেতার ছেলের পাল্লায় দুই হট নায়িকা!

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

দক্ষিণের জনপ্রিয় পরিচালক সত্যরাজের পুত্র শিবরাজ। তিনি অবশ্য নিজেও বেশ পরিচিত অভিনেতা। তাঁকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন থ্রিলার সত্যতে। যা আদতে একটি তেলেগু সুপারহিট ছবির রিমেক।

সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেঠিলেন রিমা এবং ভারালক্ষ্মী। শিবরাজের পরবর্তী কাজ কমলাকাননের পরিচালনায়।

ছবির হিট নিশ্চিত করতেই তাঁর বিপরীতে দুজন সেক্সি নায়িকাকে বাছলেন নায়ক। তাঁরা হলেন অতুলা এবং কাদাল কান কাট্টুডি। এছাড়াও আরও দুজন হট নায়িকা আছেন তাঁর তালিকায়। এমনিও ইন্ডাস্ট্রিতে বেশ খেলুড়ে বলেই পরিচিত তিনি। দেখা যাক শিবরাজের মনবাসনা কতটা সফল হয়
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ