বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেলুলয়েডের তীর্থস্থান

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ

মঙ্গলবার পর্দা উঠছে সেলুলয়েডের তীর্থস্থান কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের । জমজমাট এই আয়োজনের দিকে তাকিয়ে থাকে তামাম দুনিয়ার চলচ্চিত্রানুরাগীরা। দক্ষিণ ফরাসি উপকূলের সাগরপাড়ের শহরটিতে এখন কোলাহল। রূপালি পর্দায় গল্পের বৈচিত্র্য আর লালগালিচার জৌলুসের সম্মিলন দেখার আশায় অসংখ্য চলচ্চিত্রপ্রেমী হাজির ফরাসি উপকূলে।

আজ থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ৭২তম এই আসরে ২১টি সিনেমা সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম অর্থাৎ পাম দি অ’র জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

আসর শুরু হবে পরিচালক জিম জারমাশের চলচ্চিত্র জম্বি কমেডি ‘দ্য ডেড ডোন্ট ডাই’ প্রদর্শনীর মাধ্যমে।  তিন বছর পর উৎসবে ফিরছেন ব্রিটিশ চলচ্চিত্রকার কেন লোচ তার ‘সরি উই মিসড ইউ’ দিয়ে। আর স্বর্ণ পাম জেতার ২৫ বছর পূর্তিতে নতুন সিনেমা ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ নিয়ে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন কোয়ান্টিন টারান্টিনো।

মজার বিষয় হচ্ছে- এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১ সিনেমার চারটির নির্মাতাই নারী। এ ছাড়াও আট বছর পর কানে ফিরছেন নির্মাতা টেরেন্স মালিক। উৎসবের প্রতিযোগিতা বিভাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত টেরন্স মালিকের ‘অ্যা হিডেন লাইফ’ জায়গা করে নিয়েছে। আর ইয়াং আহমেদকে নিয়ে তিন বছরের বিরতি ভেঙে একই বিভাগে লড়বেন জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন।

অপরদিকে স্প্যানিশ সিনেমার প্রখ্যাত পরিচালক পেদ্রো আলমোদোভারের সিনেমা ‘পেইন অ্যান্ড গ্লোরি’র পাশাপাশি ৭২তম আয়োজনে স্বর্ণপাম জয়ের দৌড়ে আছে হাভিয়ার দোলানের ‘ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম’, বন জুন হোর ‘প্যারাসাইট’ এবং লেজ লির প্রথম সিনেমা ‘লে মিজারেবল’।

তবে স্ট্রিমিং সার্ভিসের কারণে প্রেক্ষাগৃহে নেতিবাচক প্রভাব পড়ায় টানা দ্বিতীয়বারের মতো কানে জায়গা পায়নি নেটফ্লিক্সের কোনো চলচ্চিত্র।

এদিকে,  কানের ৭২তম আসরে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি ও ফিপরেস্কির বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। শর্টফিল্ম কর্ণারে ৯২৩ ছবির সাথে লড়বে আশরাফ শিশিরের 'যুদ্ধটা ছিলো স্বাধীনতার'। অন্যদিকে ১০ বছর পর লাল-সবুজের প্রতিনিধি হয়ে ফিপরেস্কির বিচারকের আসনে থাকছেন সাদিয়া খালিদ রীতি।

পাক বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে পরিচালক আশরাফ শিশিরের ছবি 'যুদ্ধটা ছিলো স্বাধীনতার'। যার ইংরেজী নাম দ্যা আনসাং'।  ৩০ মিনিট ব্যাপ্তির ছবিটির ভাগ্যে কি আছে তা জানা যাবে ২৪ মে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর