
বলিউড ও সালমান খানের অন্যতম সফল সিনেমা ‘এক থা টাইগার’র সিক্যুয়েল ‘টাইগার ৩’ এ শাহরুখ খানের এন্ট্রি নতুন খবর নয়। তবে ঠিক কীভাবে ও কোন দৃশ্যে এন্ট্রি নেবেন ‘পাঠান’, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সেই জল্পনা আরো একটু উসকে দিয়েছেন জনপ্রিয় বলিউড পরিচালক সুজয় ঘোষ।
নিজের এক্স (টুইটার) প্রোফাইলে ‘টাইগার ৩’ ছবির টিজার থেকে কয়েকটা দৃশ্য পোস্ট করে সুজয় লিখেছেন, ‘প্রচুর ভালোবাসা, গাড়িতে দুটো বন্দুক রয়েছে’।
সুজয়ের পোস্ট দেখে অনেকেই বুঝতে পেরেছেন শাহরুখের এন্ট্রির ইঙ্গিত। যেভাবে ‘পাঠান’ ছবিতে স্কার্ফ উড়িয়ে সালমন ঝড় তুলেছিলেন পর্দায়। ঠিক সেভাবেই বন্দুকের গুলি বর্ষণে আগমণ ঘটবে ‘পাঠানের’।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। এর ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমন ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিপাবলীতে। সেদিন সিনেমা হলে মুক্তি পাবে ‘টাইগার ৩’। এর আগে ‘টাইগার কা মেসেজ’ বলে এই ঝলক প্রকাশ্যে এসেছে।
এদিকে আগাম ঝলকের শুরুতেই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারকে নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে, যাকে গদ্দার, দেশদ্রোহী বলা হচ্ছে। ২০ বছর দেশের হয়ে লড়াই করার পর এখন দেশবাসীর কাছেই ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইছেন টাইগার।
আলোকিত সিরাজগঞ্জ