
২০২১ সালের হিট চলচ্চিত্র ‘লাভ স্টোরি’র পর পুনরায় জুটি বাঁধছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী। শিরোনাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক চান্দু মনডেটি। প্রযোজনায় থাকছে গীতা আর্টস। জানা গেছে, প্রায় এক মাস আগে এর প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে।
দ্রুতই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। আল্লু অরবিন্দের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা গীতা আর্টসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন বানি ভাসু। তেলুগু ও হিন্দিতে নির্মাণ হবে এটি। সিনেমাটিতে সাই পল্লবীর অন্তর্ভুক্তি সম্পর্কে নির্মাতারা জানিয়েছেন, ‘বাস্তবজীবনের ঘটনার ওপর ভিত্তি করে এই দুর্দান্ত চরিত্রটিতে নারীপ্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রতিভাবান এই অভিনেত্রী।
আলোকিত সিরাজগঞ্জ