• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

ঢাকায় প্রথম গাইবেন দর্শন রাভাল

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

ভারতের তরুণ সংগীতশিল্পী দর্শন রাভাল। ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর নিজেকে মেলে ধরেন সিনেমার গানে। তার কণ্ঠে ‘খিচ মেরি ফটো’, ‘চোগাড়া’, ‘কাভি তুমহে’ কিংবা সাম্প্রতিক সময়ের ‘ঢিন্ডোরা বাজে রে’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

তরুণ এই গায়ক প্রথমবার ঢাকায় আসছেন গান গাইতে। আগামী ১৪ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির চার নম্বর হলে অনুষ্ঠিত হবে এই সংগীতানুষ্ঠান। এর নাম দেওয়া হয়েছে ‘লেটস ভাইব উইথ দর্শন রাভাল লাইভ ইন ঢাকা’। এতে দর্শনের সঙ্গে বাংলাদেশের তরুণ গায়ক তানভীর ইভানও গান করবেন। আয়োজনটি করছে টোয়েন্টি টু ইভেন্টস লিমিটেড। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রায় এক ঘণ্টা সময় নিয়ে শ্রোতাদের গান শোনাবেন দর্শন রাভাল। দর্শক-শ্রোতাদের নিরাপত্তার দিক বিবেচনা করে রাখা হচ্ছে সবরকম ব্যবস্থা।’

ঢাকায় প্রথম কনসার্ট নিয়ে দর্শন একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে বলেছেন, ‘হ্যালো ঢাকা, আমি প্রথমবার আসছি গান করতে। দ্রুত তোমাদের টিকিট সংগ্রহ করে নাও। দেখা হবে খুব তাড়াতাড়ি।’ দর্শন রাভালএদিকে সম্প্রতি কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে ভিভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার টাকা; যা ইতোপূর্বে সোল্ডআউট হয়ে গেছে। বাকি রয়েছে আর চারটি ক্যাটাগরি। এর মধ্যে ব্লু জোনের টিকিটমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা, সিটিং ভিআইপি সাড়ে চার হাজার, স্প্রিড লাভ জোনে তিন হাজার এবং সাধারণ ক্যাটাগরির টিকিটের দাম দুই হাজার টাকা। 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ