বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর্শক মাতালেন শাকিব-মিম

দর্শক মাতালেন শাকিব-মিম

রুপালী পর্দা ব্যতীত ধরা ছোঁয়ার বাইরে থাকেন সুপারস্টার শাকিব খান। তারকা ইমেজ বজায় রাখতে খুব বেশি মঞ্চেও পারফর্ম করেন না ‘কিং খান’। বাংলাদেশের অন্য চিত্রতারকাদের থেকে এখানে শাকিব খান একেবারেই আলাদা। এবার শাকিব খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম একসঙ্গে নেচে দর্শকদের মাতালেন।

বার্জার সুপ্রিম অনুষ্ঠানের শাকিব-মিমের নাচের কোরিওগ্রাফি করেন ঈগলস ডান্স কোম্পানির প্রধান তানজিল আলম। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ দুই তারকা দর্শকদের মন মাতিয়েছেন। 

শাকিব খান বলেন, তানজিল বাংলাদেশের অন্যতম একজন সফল কোরিওগ্রাফার, যার কাজ এবং শ্রমের জন্যই আমি সুন্দর নাচের পারফর্মেন্স দেখাতে পারছি আপনাদের মাঝে। 

অনেকদিন পর মঞ্চে পারফর্ম করলেন ঢাকাই ছবির এ ‘সুপার হিরো’। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, যে মানুষগুলো আমাকে সবসময় ভালোবাসেন এবং রঙিন রঙ দিয়ে যারা আশেপাশে সব কিছু রাঙিয়ে তুলছে তাদের মিলন মেলায় আমার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেছি বলেই সেখানে গিয়েছি। তাদের আথিতেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

এ প্রসঙ্গে তানজিল বলেন, তাদের সঙ্গে প্রায় ১০ বছরের পরিচয়ের মাঝে শাকিব খানকে মঞ্চে খুব কম পেয়েছি কিন্তু মিমকে নিয়ে প্রায়ই কাজ করা হয়। এই প্রথমবার শাকিব খান কোনো কর্পোরেট অনুষ্ঠানে অংশ নিলেন যা আমার এবং ঈগলস ড্যান্স কোম্পানির জন্য অনেক বড় একটি প্রাপ্তি। 

রাত সাড়ে আটটা দিকে শাকিব খান রোমাঞ্চ সৃষ্টি করে মঞ্চে আসেন। এরপর তার জনপ্রিয় গানে পারফর্ম করেন। শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন বিদ্যা সিনহা সাহা মিম। তারা একে একে ‘নম্বর ওয়ান শাকিব খান’, ‘হেইলা দুইলা নাচ’, ‘সম্রাট’, ‘কি জাদু করিলা’ ও ‘দেবো ষোল আনা’ গানে একসঙ্গে পারফর্ম করেন। তাদের সঙ্গ দিয়েছে  ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা।

শাকিব- মিম ছাড়াও অনুষ্ঠানে তানজিলের কোরিওগ্রাফিতে পারফর্ম করেন এ সময়ের জনপ্রিয় ৪ মডেল কন্যা রুমা, মারিয়া, লিন্ডা এবং মিয়ামসহ আরো অনেকে। বার্জার সুপ্রিম এর মনোমুগ্ধকর অনুষ্ঠানে নাচ ও গান ছাড়াও ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন ইমু হাসমি যেখানে শো স্টপার ছিলেন তা

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর