শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিরুদ্ধে অক্ষয়ের সিনেমা!

পাকিস্তানের বিরুদ্ধে অক্ষয়ের সিনেমা!

বলিপাড়ার খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। বলিউডে বছরে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করা তারকাদের নাম এলে সবার প্রথমেই যার কথা মাথায় আসে তিনি অক্ষয়। তিনি বলিউডের অন্যতম ভার্সাটাইল অভিনেতাও। সব ধরনের চরিত্রেই নিজেকে ঢেলে সাজাতে পারেন এ তারকা।

সম্প্রতি রেড সি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সৌদি আরব গিয়েছেন অক্ষয় কুমার। সেখানেই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় পাকিস্তানের বিরুদ্ধে ছবি বানানোর। এই উৎসবে উপস্থিত এক পাকিস্তানি নাগরিক এমনই প্রশ্নে বিদ্ধ করেন অভিনেতাকে। এ সময় ঠান্ডা মাথায় জবাব দেন অভিনেতাও।

বলা যায়, পুরো বলিউড এ মুহূর্তে সৌদি আরবেই। কারণ, সেখানকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শাহরুখ, অক্ষয় থেকে সইফ-কারিনা হলিউডের শ্যারন স্টোন—কে নেই সেখানে। রোববারই অক্ষয় রেড সি চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঘোষণা করেন, তার পরবর্তী ছবির বিষয়। সে সময় দর্শকাসনে উপস্থিত এক ব্যক্তি অভিনেতাকে জিজ্ঞেস করে বসেন, তিনি কি পাকিস্তানবিরোধী সিনেমা বানান?

অতিমারি-পরবর্তী সময় মুক্তি পায় অক্ষয়ের ‘বেলবটম’ ছবিটি। সেখানে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ১৯৮০ সালের এক ঘটনার প্রেক্ষাপটে তৈরি ছবিটি। যেখানে আরব থেকে প্রায় হাইজ্যাক করে দেশে ফেরানো হয় সন্ত্রাসবাদীদের।

সে সময় সৌদি আরব, কুয়েত, কাতারে নিষিদ্ধ করা হয় এ ছবি। ওই ব্যক্তি নিজের অবস্থান স্পষ্ট করে জানান, তিনি পাকিস্তানি। ভারতের প্রতিবেশী দেশের নাগরিক। অক্ষয়ের ‘প্যাডম্যান’, ‘টয়লেট এক প্রেম কথা’-র মতো ছবিগুলো জনপ্রিয় হয়েছিল। কিন্তু ‘বেলবটম’-এ যা দেখানো হয়েছে, তা কিছু অংশে পাকিস্তানবিরোধী বলেই ব্যক্তির মত। এক প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, ‘স্যর, এটা শুধুই একটা ছবি, বিশেষ গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। এতটা সিরিয়াস হবে না।’

সম্প্রতি ‘রাম সেতু’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-র মতো ছবিতে দেখা গিয়েছে অক্ষয়কে। যদিও ২০২২ সালে তাঁর একটি ছবিও সাফল্যের মুখ দেখেনি।
সূত্র: আনন্দবাজার

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই