• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

আবার বিয়ে করেছেন পূর্ণিমা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ জুলাই ২০২২  

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। জানিয়েছেন, গত ২৭ মে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। করোনার কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে, বছরের শেষে আয়োজন করে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ