শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদুল আজহায় আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদুল আজহায় আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্সর ছাড়পত্র পেলে আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তবে সেন্সর ছাড়পত্র যেহেতু পায়নি, তাই এখনো চূড়ান্ত কথা বলতে পারছি না।

আর আমি দেশের বাইরে ছিলাম। এটির দায়িত্ব প্রগ্রাম ডিপার্টমেন্টের। আমি যতটুকু জানি সেন্সরের বিষয়টা বাকি আছে, সেন্সর ছাড়পত্র এসে গেলে হয়তো আমরা মুক্তি দেওয়ার উদ্যোগ নিতে পারি। ’

এর নির্মাতা তপু খান কালের কণ্ঠকে বলেন, ‘আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। হ্যাঁ, কিছু কাজ বাকি রয়েছে, উদ্যোগ নেওয়া হলে সেটুকুও সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শাকিব ভাইয়ের সিনেমা ঈদে মুক্তি পাওয়াটা স্বাভাবিক। ’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা টিওটি ফিল্মের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মঞ্জুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘‘আমাকে বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে 'লিডার,আমিই বাংলাদেশ' সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। ’’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। গত বছরের সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির শুটিং দৃশ্য ধারণের কাজ শেষ হয়।

এটি নির্মাণ করেছেন তপু খান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

  গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়। একই বছরের  ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ছবির কাজ।  এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক