শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্যানোরমায় ৯ সিনেমা

বাংলাদেশ প্যানোরমায় ৯ সিনেমা

৭০ দেশের ২২৫টি সিনেমা নিয়ে গতকাল পর্দা উঠেছে ‘বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ—স্লোগানে গতকাল শুরু হওয়া এ উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

২২৫টি সিনেমার মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে পাঁচ, ট্রিবিউটে দুই, ওয়াইড অ্যাঙ্গেলে ছয়, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭, স্পিরিচুয়াল সেকশনে ২৯, চিলড্রেন ফিল্ম সেশনে ২৮, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি সিনেমা দেখানো হবে।

তবে দেশের দর্শকের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগটি বাংলাদেশ প্যানোরমা। এ বিভাগে বাংলাদেশের বেশকিছু আলোচিত ও নতুন ছবিসহ নির্বাচিত হয়েছে মোট নয়টি সিনেমা। প্রতিদিন সন্ধ্যা ৭টায় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ প্যানোরমা শাখার সিনেমাগুলো দেখতে পারবেন দর্শক। আলোচিত ও নতুন ছবি মধ্যে আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি।

রোববার এ শাখায় দেখানো হয়েছে সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’। আজ দেখানো হবে আবিদ হাসান খানের ‘দ্য ম্যান হু ওয়ান্টস টু শেয়ার হিজ পারসোনাল ইমেইল উইথ ইউ’, ১৮ জানুয়ারি প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, ১৯ জানুয়ারি নানজিবা খানের ‘দি আনওয়ান্টেড টুইন’, ২০ জানুয়ারি শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’, ২১ জানুয়ারি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, ২২ জানুয়ারি এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ এবং উৎসবের শেষ দিন সন্ধ্যায় গোসে পরিচালিত ‘হল্ট’।

এছাড়া উৎসব উপলক্ষে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে গতকাল শুরু হয়েছে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স ২০২২’। আজ শেষ হবে এ সম্মেলন। আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে গতকাল শুরু হয়েছে ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিন প্লে ল্যাব’ চিত্রনাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এ চিত্রনাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর