• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

ববিতে বঙ্গবন্ধুর তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ তারিখ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি এই আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ এর নিচতলায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দুর্লভ ২১টি তথ্যচিত্র এবং 'শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও একটি বাংলাদেশ" শিরোনামে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ